সর্বশেষ খবর

10/recent/ticker-posts

'বিজয়' আর 'স্বাধীনতা' এগুলো শুধু এখন বইয়ের পাতার শব্দ- উম্মে সালমা।।BDNews.in


বিডি নিউজ ডেস্কঃ একটি পতাকা বিজয়, স্বাধীনতার প্রতীক। 'বিজয়' আর 'স্বাধীনতা' এগুলো শুধু এখন বইয়ের পাতার শব্দ। এ শব্দ দ্বয়ের শক্তিতে লক্ষ শহীদ রক্ত দিয়েছিলো, এ পতাকা  অর্জন সাধারণ কোনো বিষয় নয়।

কথায় আছে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন অথচ এই অর্জন ও ছিলো ভীষণ কঠিন তাহলে এটা রক্ষা করা আরো কতই না কঠিন!

ইতিহাস না জানা এ প্রজন্ম কি পারবে এই পতাকা শক্ত হাতে ধরে করতে পারবে 'বিজয়' শব্দটার সম্মান রক্ষা করতে, পারবে কি সত্যিকারের স্বাধীনতা অর্জন করতে ? 

দ্বিধাদ্বন্ধ নিয়ে বিজয় দিবস ঠিকঠাক ভাবে উদযাপন করতে পারিনা এখন আর তবুও বিজয় দিবসের শুভেচ্ছা রইলো সকল স্বাধীনতাকামী মানুষের জন্য। 

'স্বাধীনতা' শব্দটার কাছে আজ কতটা অসহায় আমাদের এই বিজয়ের 'পতাকা'....!!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ