কথায় আছে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন অথচ এই অর্জন ও ছিলো ভীষণ কঠিন তাহলে এটা রক্ষা করা আরো কতই না কঠিন!
ইতিহাস না জানা এ প্রজন্ম কি পারবে এই পতাকা শক্ত হাতে ধরে করতে পারবে 'বিজয়' শব্দটার সম্মান রক্ষা করতে, পারবে কি সত্যিকারের স্বাধীনতা অর্জন করতে ?
দ্বিধাদ্বন্ধ নিয়ে বিজয় দিবস ঠিকঠাক ভাবে উদযাপন করতে পারিনা এখন আর তবুও বিজয় দিবসের শুভেচ্ছা রইলো সকল স্বাধীনতাকামী মানুষের জন্য।
'স্বাধীনতা' শব্দটার কাছে আজ কতটা অসহায় আমাদের এই বিজয়ের 'পতাকা'....!!
0 মন্তব্যসমূহ