জালিস মাহমুদ, পিরোজপুর জেলা প্রতিনিধি:
পিরোজপুর শহরের মুক্তারকাঠি এলাকার কলেজ ছাত্র সৈয়দ রাসেল হত্যা মামলার সকল আসামীদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে পিরোজপুর শহরের টাউন ক্লাব সড়কে পৌরসভার ১নং ওয়ার্ডবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন পিরোজপুর পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর সরদার জিয়াউল টিপু, নিহত রাসেলের মা জাহানার বেগম, বোন রুমা বেগম, নিহত রাসেলের আত্মীয় লালা মল্লিক, লিটু সরদার, এমরান মীরসহ স্থানীয়রা।
মানববন্ধনে বক্তারা বলেন, কলেজ ছাত্র সৈয়দ রাসেলকে পরিকল্পিতভাবে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ হত্যাকান্ডের সাথে যারা জড়িত সকলকে গ্রেপ্তার করে অবিলম্বে বিচারের মুখোমুখি করতে হবে।
উল্লেখ্য, গত ২৩ এপ্রিল (মঙ্গলবার) দুপুরে কদমতলা ইউনিয়ন পরিষদের সামনের সড়কে ওৎ পেতে থাকা একদল সন্ত্রাসী লাটিসোটা নিয়ে রাসেলের উপর হামলা চালায়। এতে সে মারাত্মক আহত হয়। গুরুতর আহত অবস্থায় রাসেলকে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতালে ও পরে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত ১২টার দিকে রাসেল মারা যান।
0 মন্তব্যসমূহ