সর্বশেষ খবর

10/recent/ticker-posts

নারী দিবস মহান ৮ মার্চ - ফেরদৌসী কাজল।।BDNews.in



নারী দিবস মহান ৮ মার্চ

কলমে - ফেরদৌসী কাজল

========================


নারীর  জন্য বাসে আলাদা সীট 

পার্লামেন্টে আলাদা আসন

চাকরিতে আলাদা কোটা।

 গোটা একটা নারী দিবস। 

আমাদের জন্য ৮ মার্চ।


পুরুষের সাথে সমঅধিকার চাইনা।

আমার নারীত্বের অধিকার চাই। 

কোন বিশেষ দিন চাইনা।

আমরা ভালো থাকতে চাই, 

পুরুষের সাথে ভাগাভাগি করে। 


গতানুগতিক নারীবাদী নই মনুষ্যবাদী।

শুধু মানুষ হতে চাই। 

শুধু মানুষ হতে পারলেই 

আমরা হতে পারি একই সীটের সহযাত্রী 

হতে পারি সমান সমান প্রতিযোগী। 

শুধু মানুষ স্বীকৃতি পেলেই 

সংসারে, সংগ্রামে জীবন্ত প্রাণ।


ছোট পোশাকে

নারীর সৌন্দর্যের বিশেষ সুযোগ চাই না।

চাই না পোশাকের স্বাধীনতা

চাই নারীর নিজস্ব স্বকীয়তা। 

হতে চাই না পুরুষের কামনার লক্ষ্যবস্তু

শুধুই মানুষ হতে চাই। 

নারী মানুষ। 


হতে চাই বন্ধু,বোন,স্ত্রী, প্রেমিকা

হতে চাই মানব জাতির জননী 

আমরা নারী,হতে চাই প্রিয়ভাষী,

কিছু নারীর কারণে, পিছিয়ে যাচ্ছি 

হারিয়ে যাচ্ছি ভালবাসা সহানুভূতি থেকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ