সঞ্জীবনী সুধা
=================
যদি মন উঠে যায়
তবুও কাউকে বিদায় বলবেন না
বিদায় তো অন্য বিষয়।
অসহ্যকেও সহ্য করা যায়
যদি খানিক প্রেমের ঝিলিক আসে।
যে হৃদয়ে পাথর মোড়া
সেখানে কি ছত্রাক জন্মায়?
জন্মাতেও পারে।
পৃথিবীতে অবিশ্বাস্য বলে কিছু নেই
আর তাই তো আপনার কাছে যা অসহ্য,
আরেকজনের কাছে তা স্বপ্ন।
একবার দেখুন, মন দিয়ে দেখুন।
মনের গভীরে ডুবে যান-
দেখবেন অসহ্য ভালোবাসা ভর করেছে আপনাকে।
0 মন্তব্যসমূহ