সৈয়দা রাশিদা বারী
===================
জীবন পথে চলতে যেয়ে
মূল ঠিকানা হারিয়েছি
সেই ঠিকানা ফিরে পাইতে
আল্লাহ তোমায় ডাকতেছে
নবীর কদম চাইতেছি।।
তুমি আল্লাহ মহান অতি
তুমি তোমার নবীর জ্যোতি
আমি যে পথ হারিয়েছি
সুখ শান্তি হারিয়েছি
চোখের জলে ভাসতেছি।।
আবার সব ফিরিয়ে দাও
তোমার কাছে আমায় নাও
ডেকে আমি অকাতরে
মনের দুখে ভাবতেছি
আকুল হয়ে কানতেছে।।
রসূল যদি রাখেন সাথে
তুমি যদি রাখো কাছে
এই পথভ্রষ্টর মিলবে সুখ
ঘুচে যাবে সকল দুখ
আল্লাহ তোমায় খুজতেছি।।
অতি গরম তুলে নাও
আকাশ ভেঙ্গে বৃষ্টি দাও
গাছ গাছালির বাঁচতে দাও
পাখ পাখালির হাসতে দাও
গরিব দুঃখীর শান্তি দাও।।
আমরা পাপী আমরা তাঁপি
বেশি বুঝে মাতব্বরি করি
নিয়ম ভেঙ্গে নিয়ম গড়ি
তোমার নবীর হেলা করি
সবকিছু নিয়েই খেলা করি।।
তবু তুমি ক্ষমা করো
বাংলাদেশ শীতল করো
মিনতি মোর কবুল করো
বৃষ্টিতে সব রক্ষা করো
সঠিক পথে চালিত করো।।
0 মন্তব্যসমূহ