সর্বশেষ খবর

10/recent/ticker-posts

কলকারখানা ও শহরের বর্জ্যে দূষিত গড়াই নদী।।BDNews.in


বিডি নিউজ ডেস্কঃ দখল দূষণে অস্তিত্ব সংকটে কুষ্টিয়ার গড়াই নদী। একসময়ের খরস্রোতা এই নদীকে ঘিরে ছিলো ব্যবসা বাণিজ্য। জীবন-জীবিকার উৎস ছিলো হাজার হাজার মানুষের। এখন গতি হারিয়েছে নদী কেন্দ্রিক অর্থনীতি। নেই উত্তাল ঢেউয়ের সেই ছন্দ। হারিয়ে গেছে সেই চিরচেনা চেহারা। কুষ্টিয়া জেলার হরিপুর ইউনিয়নের প্রবাহমান প্রমত্তা পদ্মা নদী থেকে গড়াইয়ের উৎপত্তি। গড়াই নদী দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের মিঠা পানির অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। দখলে-দূষণের কারণে একসময়ের উচ্ছল নদী দিন দিন হারাচ্ছে তার অস্তিত্ব। অথচ, এই অঞ্চলের প্রকৃতি, জীবনযাত্রা এবং সংস্কৃতিতে নদীটির রয়েছে গৌরবোজ্জ্বল ভূমিকা।

নদীর তীরবর্তী এলাকায় গড়ে উঠেছে অর্ধশত ডায়িং কারখানা। এসব কারখানার অপরিশোধিত রাসায়নিক মিশ্রিত বর্জ্য সরাসরি ফেলা হচ্ছে গড়াই নদীতে। শিল্প কারখানা ছাড়াও গড়াই নদী দূষণের অন্যতম কারণ শহরের বর্জ্য। সচেতনতার অভাবে বিপুল পরিমাণ বর্জ্য ফেলছেন নদীর আশেপাশের এলাকার অনেকেই।

আবার কেউবা নদী দখল করে গড়ছেন ইমারত। পরিবেশবিদ গৌতম কুমার রায় জানান, গড়াই নদী দূষণের ফলে একদিকে যেমন মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে, অন্যদিকে প্রাকৃতিক ভারসাম্য ও জীববৈচিত্র্যও পড়ছে হুমকির মুখে। কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাশিদুর রহমান বলেন, নদীর নাব্য ফেরাতে বেশ কিছু প্রকল্প হাতে নেয়া হয়েছে। তবে, নদীর পুনঃখনন, সৌন্দর্য বর্ধন, দূষণ ও দখল মুক্ত করতে নানা প্রকল্প বাস্তবায়নের দাবি সংশ্লিষ্টদের।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ