সর্বশেষ খবর

10/recent/ticker-posts

একটু বৃষ্টি দাও গো আল্লাহ - সৈয়দা রাশিদা বারী।।BDNews.in


একটু বৃষ্টি দাও গো আল্লাহ 

সৈয়দা রাশিদা বারী

=========================


ভোরের আজান কানে যেতে

পাখির কন্ঠ বাজে 

পাখির কন্ঠ বেশ তো লাগে 

নৃত্য সকাল সাজে।


আজ কতদিন দেখছি ঘুঘুর   

কণ্ঠ গেছে ভেঙে  

ভীষণ খরায় তাপের জালাই 

বীভৎস হয় রেঙে। 


দুপুরের ফুল হয়েছে মলিন 

বিকেলে যেন কাঁদছে 

তিরিং বিরিং ফড়িং গুলোও

বিলুপ্তির সুর সাধছে।


উই পিপড়ার বাসা গুলো 

উধাও হয়ে গেছে 

প্রজাপতির রঙিন পাখা 

ঝাপসা হয়ে আছে।


গাছের পাতারা ঝরে যেয়ে

শুকিয়ে ছার খার 

বৃষ্টি যদি না দাও দয়াল 

বাঁচবে না তো আর। 


কেমন করে সইবে ব্যাঙ  

এত কষ্টের দিন 

আল্লাহ তুমি মাফ করে দাও 

মানুষের ভুলের ঝণ।


একটু বৃষ্টি দাও গো আল্লাহ 

একটু বৃষ্টি দাও 

তোমার নবীর নুডের গুনে 

উদার চোখে  চাও।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ