সর্বশেষ খবর

ভালো মন্দ - ফেরদৌসী কাজল ।।BDNews.in


ভালো মন্দ 

ফেরদৌসী কাজল 

===================


আপনি ভালো ঠিক আছে, 

আমি মন্দ তাও ঠিক আছে, 

আমি আমাকে নিয়ে বাঁচতে চাই 

আমি কারো ধার ধারে নাই।

 

সমাজ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে 

মুনাফালোভী সিন্ডিকেট ঋণ খেলাপি, 

কি হবে গরীবের ঘাম চুষে  

হিসেব হবে পাইপাই। 


আপনার আছে অট্টালিকা 

আমার আছে কুঁড়ের ঘরটা 

নেই অসৎ চরিত্র অসৎ পন্থার 

ছিটেফোঁটা। 


সৎ আমি চলি সৎ লোকের সঙ্গে 

সবার কাছে ও সন্মানিত হবো, 

সত্যের জয় আছে থাকবে 

চিরকাল। 


ফিরে আসুন কোরআনের আলোকে 

সম্পর্ক হোক রুকু কারীর সঙ্গে 

কল্যাণ হোক মানবতার ও

মেহনতী মানুষের।

একটি মন্তব্য পোস্ট করুন

3 মন্তব্যসমূহ

  1. অভিনন্দন @BD NEWS কে, আমার লেখা কবিতা প্রকাশ করার জন্য। আন্তরিক সাদুবাদ জানাই।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।

      মুছুন