সর্বশেষ খবর

10/recent/ticker-posts

কুমারখালীতে অসহায় ও দুস্থদের মাঝে অনুদানের চেক, নগদ অর্থ বিতরণ।।BDNews.in


গোলাম সরোয়ার, কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালীতে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে কুমারখালী ও খোকসা উপজেলার অসহায় গরিব ও দুস্থদের মাঝে অনুদানের চেক এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে। 

শুক্রবার সকালে উপজেলা সমাজসেবা কার্যালয়ের  আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ। অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান, খোকসা উপজেলা চেয়ারম্যান আল মাসুম মোর্শেদ (শান্ত), উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাত, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী সহ অনেকে উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ