সর্বশেষ খবর

10/recent/ticker-posts

কেউ ফিরে আসে না - শিরীণ আক্তার।।BDNews.in


কেউ ফিরে আসে না 

শিরীণ আক্তার

=======================


বৃষ্টিতে ভিজে কদমের গন্ধ মেখে

শরতের কাশবনে নীল আকাশ ছুঁয়ে 

মেঘের রাজ্যে পাখা মেলি

শীতের কুয়াশায় শিশির ভেজা ঘাসে !


হেঁটে চলে যাই অজানা কোনো প্রান্তরে

জোৎস্না ঝরা তারা ঝিলমিল রাতে 

জোনাক জ্বলা আলো দেখি গহন বনের মাঝে 

জলের মাঝে ছায়া দেখে বুকের নদীতে নৌকো ভাসাই তুমি আর আমি।


মহানন্দা নদীর বালিয়াড়ীতে ফেলে আসা পদচিহ্ন দীর্ঘশ্বাস ফেলছে আজ

নাগলিঙ্গম ফুলের গন্ধে পথ ভুল করে ফিরে যাওয়া নাগ ফিরে আসবে এই ভেবে অপেক্ষা 

কেউ ফিরে আসেনি!


অনেকটা দিনের অনেকটা রাত্রির নিদ্রাহীন দু’চোখ 

ফিরে এসেছে ফেলে যাওয়া পদচিহ্ন ধরে 

ফিরে এসেছে নিজের কাছে নিজে 

অবশেষে বুঝে নিয়েছে কেউ ফিরে আসবে না, কেউ ফিরে আসে না!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ