আয়শা আক্তার শিল্পী
=====================
কাজলে চোখ ঠেসে রোদন
বন্ধ করো মেয়ে,
বাস্তবতার ভিড়ে আমি
তোমায় চিনিনে।
তোমার রুক্ষ চুলের জটে
আমায় বাঁধতে যেওনা,
জড়োসড়ো হয়ে আছি
মেয়ে বাঁধ ভেঙো না।
তোমার উদাস দুপুর
ক্লান্ত বিকেল সেসব তোমার থাক,
বিষন্নতায় জ্বলো ভীষণ
তবু পেতে চেয়ো না কাঁধ।
আমি বড্ড আত্মকেন্দ্রিক
নিজেকে নিয়েই ব্যস্ত,
তোমার জন্য মান খোয়াবো
করি না আস্বস্ত।
একলা জীবন একলা সাজাও
বেঁধো না আর মায়ায়,
বুকে বড্ড ফুঁটছে পেরেক
তোমার এমন পথ চাওয়ার।
পারবো না মেয়ে এনে দিতে
তোমার মুখের হাসি,
গলায় ভীষণ আটকে আছে
বাস্তবতার রশি।
একটু বেসামাল হলেই পরে
লাগবে গলায় ফাঁস,
তুমি মেয়ে একলাই বাঁচো
ছাড়ো আমার আশ।
0 মন্তব্যসমূহ