পরে পৌরসভার কাকচর মহল্লায় পারিবারিক কবর স্থানে মোরাদের লাশ দাফন করা হয়। জানাযা’ পূর্বক বক্তব্য রাখেন সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল মতিন ভুইয়া, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূইয়া, পৌরসভার মেয়র রফিক উদ্দিন ভূইয়া, উপজেলা চেয়ারম্যান প্রার্থী যথাক্রমে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান, সাবেক তিনবারের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এমদাদুল হক ভূইয়া, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সাবেক ছাত্রনেতা হাজী নাজিম উল্লাহ লিটন সহ নিহতের স্বজন ও অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত শুক্রবার (৩১ মে) রাত ৮টার দিকে আনরস প্রতীকের লিফলেট বিতরণকালে দোয়াত কলম প্রতীকে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকের ছুরিকাঘাতে নিহত হয় আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থক কর্মী কলেজ ছাত্র মোরাদ হাসান ভূইয়া। বর্তমানে ওই এলাকায় এখন থমথমে অবস্থা বিরাজ করছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
0 মন্তব্যসমূহ