সর্বশেষ খবর

10/recent/ticker-posts

কলম্বিয়ায় সেতু ভেঙে নিচে পড়লো গাড়ি ও মোটরসাইকেল, নিহত ৪।।BDNews.in


বিডি নিউজ ডেস্কঃ দেশটির ট্র্যাফিক পুলিশের প্রধান জুলিও ওলায়া জানিয়েছেন, ভারী বৃষ্টির জন্য সেতুর একটি অংশ ভেঙে পড়েছিল। সেতুটি সোলেদাদের বিমানবন্দরের সঙ্গে ব্যারানকুইলা শহরের যোগাযোগে ব্যবহৃত হয়ে আসছিল।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ওই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

সেতুর অন্যান্য অংশ ভেঙে পড়ার আশঙ্কা করে বর্তমানে সেতুটি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। ফলে বিমানবন্দরে যাওয়ার জন্য এখন ব্যবহার করা হচ্ছে বিকল্প রাস্তা। এর আগে কলম্বিয়া সরকার এল নিনো সম্পর্কে সতর্ক করে বলেছিল যে, ২০২৪ সালের বর্ষায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হবে দেশটিতে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ