সর্বশেষ খবর

10/recent/ticker-posts

পিরোজপুরে রেমালে ক্ষতিগ্রস্ত মৎস্যজীবীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।।BDNews.in


জালিস মাহমুদ, পিরোজপুর জেলা প্রতিনিধিঃ পিরোজপুরে জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের উদ্যোগে অস্বচ্ছল ও ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত মৎস্যজীবীদের মাঝে চালসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। 

সোমবার (০১ জুলাই) পিরোজপুর জেলা মৎস্যজীবী লীগের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত ২০০ মৎস্যজীবীর হাতে চালসহ খাদ্যসামগ্রী তুলে দেয়া হয়। 

এ সময় পিরোজপুর জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক শিকদার চানের সভাপতিত্বে বক্তব্য দেন পিরোজপুর জেলা আ'লীগের সদস্য গৌতম নারায়ন রায় চৌধুরী, জেলা মৎস্যজীবী লীগের যুগ্ন আহ্বায়ক আব্দুল জলীল, বিমল চন্দ্র দাস, শহিদুল ইসলাম প্রমুখ। 

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মৎস্যজীবীদের আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে তাদের মধ্যে গাভী, ছাগল, জাল ও খাদ্যদ্রব্য বিনামূল্যে বিতরণ করছেন এবং ভবিষ্যতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ