৭ জুলাই ২০২৪ রোববার সকালে আদিবাসী (বাগদি) সম্প্রদায় ও ভূমিহীন সংগঠন 'নিজেরা করি' এর আয়োজনে উপজেলার বাসস্ট্যান্ডে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে আদিবাসীদের দেড় শত বছরের একমাত্র আশ্রয়স্থল থেকে উচ্ছেদের মুল পরিকল্পনাকারী কুমারখালী মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক তুহিন বিশ্বাসের বিচার দাবী করে বক্তারা বলেন, হাইকোর্টে স্থিতিবস্থা থাকলেও ২০২০ সাল থেকে তুহিন বিশ্বাস আদিবাসীদের মুল্যবান এই সম্পত্তি দখলের পাঁয়তারা করছেন। ইতিপূর্বে একাধিকবার তুহিন বিশ্বাসের বিরুদ্ধে মানববন্ধন ও ঝাঁটা মিছিল হয়েছে। নতুন করে তুহিন বিশ্বাস আবারও উল্লেখিত সম্পত্তির উপর সাইনবোর্ড পুঁতে আদিবাসীদের বাড়িঘর ভেঙে উঠে যাবার হুমকি দিচ্ছে বলে জানান তারা।
মানববন্ধনে পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর এস এম রফিক, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, বীর মুক্তিযোদ্ধা চাঁদ আলী, নিজেরা করি এর বিভাগীয় সমন্বয়ক পবিত্র সরকার , অঞ্চল সমন্বয়ক তাসলিমা আক্তার সহ বিভিন্ন শ্রেণীর মানুষ উপস্থিত ছিলেন।
আদিবাসীদের সম্পত্তি রক্ষায় প্রধানমন্ত্রী বরাবর লিখিত স্মারকলিপি মানববন্ধন শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাত এর নিকট প্রদান করা হয়।
0 মন্তব্যসমূহ