সর্বশেষ খবর

10/recent/ticker-posts

ইচ্ছে হলেই - সামিরা খাতুন পাশা।।BDNews.in


ইচ্ছে হলেই

সামিরা খাতুন পাশা 

=======================

বাহিরেতে বৃষ্টি ঝরে 

মনের ভেতর আরো,

ইচ্ছে হলেই মনের গাঙে 

সাঁতার দিতে পারো।


রিমঝিমিয়ে পড়ছে এখন

ঝরিয়ে মুসলধারা,

ক্ষণিক আলোয় ঝলমলিয়ে 

গগণ চন্দ্র হারা।


বৃষ্টির ছটায় ভড়িয়ে তোলে

মনের কাব্যে মাঠ,

ইচ্ছে হলেই নিতে পারো

ভাল লাগা পাঠ।


টিনের চালে ছন্দ তুলে

বৃষ্টি নূপুর পায়,

দূরের কারে ডেকেই চলে

'কাছে আয় না? আয়!'


বৃষ্টি ধারায় ভিজেও যেন

মিটে না মনের আশ,

ইচ্ছে হলেই করতে পারো

ভালবাসার চাষ।


বারেক এমন তুমুল ধারা

কারে ডেকে কয়,

'আয় না করি জলের সাথে

একটু পরিণয়!'


ঘুম কেড়েছে বৃষ্টি মেঘের

ঘুম ভেঙেছে তারো,

ইচ্ছে হলেই ঘুমের রাজ্যে

পাড়ি দিতে পারো।


দূরের হাওয়া অঙ্গ জুড়ায়

মন ডেকে তাই কয়,

'এমন ক্ষণে ভাল্লাগে না

একটু কাছে আয়!'

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ