জানা যায়, আগামী ৩১ আগষ্ট শিলাইদহ ইউনিয়নে বিএনপির ঐক্য ও সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুষ্টিয়া -৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমি। এ উপলক্ষে বুধবার শিলাইদহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা মোটরসাইকেল বহর নিয়ে গণসংযোগে নামেন। মোটরসাইকেল বহরটি মাঝগ্রাম রহমান মোড়ে পৌঁছালে শাহ আলমের নেতৃত্বে প্রায় ৩৫ /৪০ জন দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় প্রায় ১৫ টি মটর সাইকেল ভাংচুর এবং বেশ কয়েকজন আহত হন।
হামলায় আহত শরীফুল ইসলাম জানান, বুধবার মোটরসাইকেল বহর নিয়ে রহমান মোড়ে পৌঁছালে শাহ আলমের নেতৃত্বে তাদের উপর হামলা চালানো হয়। হামলায় তিনি মারাত্মক ভাবে আহত হন। শাহ আলম বিভিন্নভাবে তাকে প্রান নাশের হুমকি দিচ্ছেন বলে জানান । এখনো পর্যন্ত থানায় কোন অভিযোগ দেওয়া হয়নি বলে জানান তিনি।
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিবুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।তবে কোন পক্ষই এখনো থানাতে কোন অভিযোগ দেয়নি।
0 মন্তব্যসমূহ