জানাজার পূর্বে মাওলানা আমান উল্লাহর জীবন ও কর্মের উপর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কুমারখালী উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির আফজাল হোসাইন, স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, মরহুমের ভাই বিশিষ্ট ইসলামী আলোচক অধ্যাপক মাওলানা জুলফিকার আলী এবং সাংবাদিক ও শিক্ষক মাহমুদ শরীফ। জানাজায় দলমত শ্রেনি পেশার বহু মানুষ অংশ গ্রহন করেন। অত্র এলাকার ইতিহাসে মরহুম আমান উল্লাহর জানাজায় রেকর্ড সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। যদুবয়রা ঈদগাহ-গোরস্থানের দীর্ঘ ৪২ বছর সভাপতি ও ইমাম ছিলেন তিনি।
মাওলানা আমান উল্লাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশিম, সেক্রেটারী সুজাউদ্দিন জোয়াদ্দার, কুমারখালী উপজেলা আমির আফতাব উদ্দিন, নায়েবে আমির আফজাল হোসাইন, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, শিল্পপতি আব্দুস সাত্তার প্রমূখ। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
0 মন্তব্যসমূহ