সর্বশেষ খবর

10/recent/ticker-posts

বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে ইন্দুরকানীতে আলপনা অংকন।।BDNews.in


জালিস মাহমুদ, পিরোজপুর জেলা প্রতিনিধিঃ পিরোজপুরের ইন্দুরকানীতে ছাত্র সমাজের উদ্যোগে সোমবার ও মঙ্গলবার উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের দেয়ালে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে আলপনা অংকন করা হয়েছে ।

অংকিত আলপনার মধ্যে রয়েছে হোক প্রতিবাদ, স্বাধীনতা, বল বীর - চির উন্নত মম শির, স্বাধীন বাংলাদেশ, মেধার বিজয় বাংলাদেশ, আমরাই এক ইতিহাস, বিজয় ২০২৪, ইত্যাদি লেখা। রঙ বে-রঙের দৃষ্টিনন্দন এসব আলপনা দেখে শিহরিত হচ্ছে সাধারণ মানুষ। তারা ছাত্রসমাজের এ কাজকে স্বাগত জানান।

মনোমুগ্ধকর এ আলপনা অংকন কার্যক্রমে অংশগ্রহন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সহ সমন্বয়ক আব্দুল্লাহ ফাহাদ। এছাড়াও ছিলেন ইঞ্জিনিয়ার মাইনুল হক সৈকত, রিথী হাওলাদার পিকু, রিফাত বিন সাজিদ, সাজিম, লিমা আক্তার মিম, মালিহা তাবাসুম, ইলমা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। 

উলেখ্য, বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের রং তুলির আছড়ে ফুটে উঠেছে আগামীর বৈষম্যবিহীন বাংলাদেশের প্রতিচ্ছবি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ