স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত অধ্যক্ষ দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটিকে অনিয়ম ও দুর্নীতির আখড়া বানিয়েছেন। তিনি কোন নিয়মকানুনের তোয়াক্কা না করে একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছেন। নিয়োগ বাণিজ্য, অর্থ আত্মসাৎ ও নারী কেলেঙ্কারি সহ নানাবিধ অপকর্মের সাথে জড়িত। এছাড়াও সরকারি অর্থে মাদ্রাসার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন না করে বরাদ্দকৃত টাকা তিনি আত্মসাৎ করেছেন বলে এলাকাবাসী জানান।
মাদ্রাসার শিক্ষকদের সাথে কথা বলে জানা যায়, তার বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা রয়েছে। তারা দাবি করেন অভিযুক্ত অধ্যক্ষ আব্দুল মালেক হাওলাদার কে অপসারণ করে অত্র মাদ্রাসাকে দুর্নীতি মুক্ত করতে হবে এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে হবে। এজন্য এলাকাবাসী, শিক্ষক, শিক্ষার্থীরা অধ্যক্ষের অপসারণ চেয়ে জেলা শিক্ষা অফিসার এবং জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
0 মন্তব্যসমূহ