সর্বশেষ খবর

10/recent/ticker-posts

নাগরিক ক্ষুধা - ফাতেমা ইসরাত রেখা।।BDNews.in


নাগরিক ক্ষুধা

ফাতেমা ইসরাত রেখা

============================


এই শহরের অলিতে গলিতে ঘাপটি মেরে বসে থাকে বিবেক 

সময় ব্যর্থ হয়, চলতে চলতে ভারি হয়ে লেপ্টে থাকে বুকে।


স্বপ্নের ঘোরে দুঃস্বপ্নের মতো নেমে আসে অন্ধকার 

ভীষণ অভিমানে অবসন্ন দেহে ছড়িয়ে পড়া বিষাদে 

তখন চারদিক থেকে ঝরে পড়তে থাকে স্বার্থের রক্ত বুলেট,

যখন কেবল মানুষের মৃত্যু দেখি খুব কাছে, আর্ত চিৎকারে। 


এখানে মানুষগুলোর মাঝে এক অন্যরকম অস্থিরতা 

সবাই খুব জ্ঞানী বলে অন্য কাউকে মূল্য দিতে জানে না 

কারণ অন্ধকারে ডুবে গিয়েও নিজেকে তো বড় ভাবতেই হবে। 


সাবধানে পা ফেললে কিংবা ধীরে তর্জনী উঁচু করলে 

সমাজ তাকে কি সঠিক মূল্যায়ন করবে! নিজের ঢোল নিজেকেই তো পিটাতে হবে,এসব কিছুর মাঝে পিছনে পড়ে থাকে হাজারো অসমাপ্ত উপন্যাস।


এখানে রাত দিন কেমন যেনো ব্যবধানহীন আজকাল 

অতৃপ্ত অনুভূতির চোখগুলো ক্রমশঃ জেগে থেকে তন্দ্রাচ্ছন্ন হয়,

তখনও ক্লান্ত চোখে শহর ঘুমায় নিস্তব্ধ অন্ধকার জড়িয়ে বুকে।


চোখ বেয়ে গড়িয়ে নামে ঝুম বৃষ্টির ফোঁটা ফোঁটা জল 

মানুষের দ্বৈত চরিত্রের নাগরিক ক্ষুধার নিপীড়নে 

মুখ থুবড়ে পড়ে থাকে মানবতা দূরে, নিঃসঙ্গ বালুচরে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ