কুমিল্লা থেকে জাহাঙ্গীরপুরে আসার সময় বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলা হয়। জাহাঙ্গীপুর ইউনিয়ন সূরাটি বাজারে বিতরণ গাড়ীটি আসলে এক সাইটে ইট নামানোর গাড়ী অন্য পাশে খালি ( ডিস ব্যবসায়ী ফারুকের দোকানের সামনে) তার নিজের টমটম থাকায় রাস্তা বন্ধ হয়ে যায়।
তখন এান বিতরণ গাড়িটি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে এক পর্যায়ে ছাএরা নেমে এসে টমটম গাড়ীটি সরানোর কথা বল্লে কথার কোনো পাএা না দিয়ে উল্টে বলে তদের বাবার জায়গায় টমটম রাখছি বলে ফারুক ও তার গুন্ডা গং এাণ বিতরণীদের উপর অতর্কিত হামলা চালায় পরে রানা (১৭) নামের একজন মেধাবী ছাএ গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন রানা কে জরুরী ভাবে কিশোরগঞ্জ সদর হাসপাতাল প্রেরণ করে। আরো বেশ কয়েক জন ছাএ আহত হন এবং ফারুকের গুন্ডা গং সবাই এাণ বিতরণের গাড়ীটি ভাংচুর এবং ড্রাইভারকে মারধর করে, তখন সব ছাএরা ফারুকের দৃষ্টান্ত মুলক শাস্তীর দাবি জানিয়েছেন এই বিষয়ে এলাকাবাসী সকলেই ফারুক কে ঘৃনা জানিয়েছেন
রিপোর্ট লেখা পযর্ন্ত ছাএ জনতা টিম কতৃর্ক নান্দাইল মডেল থানায় কোনো অভিযোগ দেয়নি তবে প্রস্ততি চলছে।
0 মন্তব্যসমূহ