সর্বশেষ খবর

10/recent/ticker-posts

রেলওয়ে ব্রীজের সাইড বীমের উপর ঝুলে ছিলো যুবকের মৃতদেহ।।BDNews.in


গোলাম সরোয়ার, কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালীর গড়াই রেলওয়ের ব্রীজের সাইড বীমের উপর থেকে ঝুলন্ত অজ্ঞাত যুবকের মৃতদেহ  উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ। রোববার বেলা ২ টার দিকে রেলওয়ে ব্রীজের জয়নাবাদ অংশ থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। 

স্থানীরা জানান, কুমারখালী গড়াই রেলওয়ে ব্রীজের জয়নাবাদ অংশে বীমের উপর একটি মরদেহ ২ দিন যাবত ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়। বৈরী আবহাওয়ার কারণে  মরদেহ উদ্ধারে দেরি হলেও রোববার রেলওয়ে পুলিশ কুমারখালী ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করেছেন।

কুমারখালী ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মহিউদ্দিন জানান, রেলওয়ে ব্রীজের সাইড বীমের উপর আনুমানিক ৩৫ বছর বয়সী যুবকের লাশ ঝুলে ছিলো। বৈরি আবহাওয়ার মধ্যে তারা মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশের নিকট সোপর্দ করেছেন। 

এবিষয়ে রেলওয়ে পুলিশের এসআই নার্গিস আক্তার জানান, ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা হয়েছে।  তবে এখনো পরিচয় শনাক্ত হয়নি।  এটি হত্যা নাকি অপমৃত্যু ময়নাতদন্ত রিপোর্ট আসার পর  জানা যাবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ