সর্বশেষ খবর

10/recent/ticker-posts

কুমারখালী যদুবয়রাতে পরিত্যাক্ত বাড়িতে রহস্যজনক চুরি।।BDNews.in


গোলাম সরোয়ার, কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালী যদুয়রায় পরিত্যাক্ত বাড়িতে রহস্যজনক চুরি সংগঠিত হয়েছে। পরিবারের সবাই ঢাকাতে বসবাস করে। গ্রামের বাড়ি থাকে তালা বদ্ধ সেই বাড়িতে আলমারীতে রাখা নগদ ২৯ লক্ষ টাকা ও গহনা  যার মূল্য ৯ লক্ষ। মোট ৩৮ লক্ষ টাকা চুরি সংগঠিত হয়। 

চুরি হওয়ার ২ মাস পর কুমারখালী থানায় ৩৮০ ধারায় মামলা, যার নং -৮ তারিখ ১৩/১১/২০২৪ ইং। ঐ চুরির মামলায় ৭ জনকে আসামী করা হয়েছে, ৩ জনকে আটক করেছে থানা পুলিশ। বাকী ৪ জন পলাতক।

ভুক্তভোগীর জামাই কোহিনুর বলেন,১৩/০৯/২০২৪ ইং দুপুর ১ ঘটিকার সময় বাড়ির বাউন্ডারি ওয়াল টপকাতে দেখে আমার চাচা শ্বশুর মোঃ কায়েস উদ্দিন টুটুল। সাথে সাথে তিনি আমার শ্বাশুরীকে ফোনে জানান। ঐ দিনই সন্ধ্যা ৭টার সময় ঢাকা থেকে বাড়ি এসে দেখে গ্রীলের তালা ভাঙা ও ঘরের ভিতরে ঢুকে দেখে স্টীলের আলমারীর তালা ভাঙা। আলমারীর ভিতরে রাখা নগদ ২৯ লক্ষ টাকা ও গহনা ৯ লক্ষ টাকা নাই। 

এতো টাকা ও গহনা পরিত্যাক্ত বাড়িতে রাখা নিয়ে চলছে এলাকায় গুঞ্জন। কোন কারণেএতো টাকা  পরিত্যক্ত বাড়িতে রাখলো। এতো টাকা আসলো কোথা থেকে রহস্য উন্মোচন হওয়া দরকার বলছে গ্রামবাসী। এদিকে মামলায় আসামী করা নিয়েও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।  ৫ নং আসামী পিয়াস হাসান স্নেহ(২১) পিতা-শহিদুল ইসলাম,সাং হাসিমপুর, (জগন্নাথপুর ইউনিয়ন)  ৬ নং আসামী মোছাঃ পাপিয়া খাতুন (৩৬) স্বামী-খন্দকার লিটন মাহমুদ,কাজীপাড়া (কুমারখালী পৌরসভা) এদের বাড়ি ঘটনাস্থল থেকে প্রায় ৮/১০ কিঃ মিঃ দূরে। 

এদের আসামী করার জন্য আরো রহস্য ঘনিভূত হচ্ছে। ঘটনাটি গভীর তদন্তপূর্বক আসল রহস্য উন্মোচন করার জন্য সুদৃষ্টি কামনা করেছে এলাকাবাসী। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ