আনমোলের খাবারের রুটিন অত্যন্ত রাজকীয়। প্রতিদিন বাদাম, কলা, ডালিম, দুধ, ডিমসহ উচ্চ ক্যালরিযুক্ত খাবার খাওয়ানো হয়, যার পেছনে মালিকের খরচ হয় প্রায় দেড় হাজার রুপি। পাশাপাশি, এটি প্রতিদিন দুইবার গোসল করে এবং পরে সরিষা ও বাদামের তেল মাখানো হয়।
এ মহিষের বীর্যের গুণগত মানই এর মূল আকর্ষণ। সপ্তাহে দুইবার এর বীর্য সংগ্রহ করা হয়, যা ব্রিডারদের কাছে বিক্রি করে মোটা অংকের আয় করা হয়। মালিকের কাছে এটি শুধু একটি পশু নয়, বরং পরিবারের সদস্যের মতো।
0 মন্তব্যসমূহ