সর্বশেষ খবর

10/recent/ticker-posts

ফেসবুক - মমতাজ খানম।।BDNews.in


বিডি নিউজ ডেস্কঃ ফেসবুক এমনই একটি শহর, যে শহরের প্রতি মানুষের প্রচণ্ড আকর্ষণ রয়েছে। এ শহরের মানুষ গুলোর মধ্যে দেখা হয়না,কথা হয়না,তবুও তাদের মধ্যে একটা অদৃশ্য বন্ধন রয়েছে।

সবচেয়ে মজার ব্যাপার হলো এই শহরের সবাই ধনী। কারো কোনো অভাব নেই। বেশির ভাগ অধিবাসীদের ব্যক্তিগত গাড়ী আছে। কারণ,তারা গাড়ীর সামনে দাঁড়িয়ে ছবি তুলে পোস্ট করে। কী চমৎকার শহর। 

এই শহরের বেশির ভাগ মানুষ পেশা হিসেবে "মডেলিং" কে বেছে নিয়েছে। কারণ, তারা নিত্য-নতুন পোশাক পরে বিভিন্ন পোজে ছবি তুলে সকাল-বিকেল পোস্ট করে। আমি বুঝিনা, সবাইকে কেন একই পেশা বেছে নিতে হবে ?

কী অদ্ভুত শহর....!

দুঃখের বিষয় এটাই যে,এখানে প্রতিভার কোনো মূল্য দেওয়া হয় না। প্রতিভার চেয়ে বাহ্যিক সৌন্দর্য্যের মূল্য বেশি। কারণ,একজন নারী যখন যৌন আবেদনময়ী ছবি পোস্ট করে,তাতে ৩০০/৪০০ লাইক আসে। কিন্তু,একটা ভালো লেখা যদি কেউ পোস্ট করে,তাহলে সর্বোচ্চ ৫০টি লাইক আসে। কী দুঃখজনক শহর। 

এই শহরে বড় একটা সমস্যা রয়েছে।এখানে "মানসিক বিকারগ্রস্ত" দের কথা চিন্তা করা হয় না। তাদের যে মানসিক চিকিৎসা প্রয়োজন,সেটা কেউ ভাবে না।

অতএব,এখানে একটা ""পাগলা গারদ"" প্রয়োজন। কী ভয়ংকর শহর। সবকিছুর পরও এই শহরটা সুন্দর এবং আকর্ষনীয়। কারণ, এখানে সবাই তার মনের ভাব প্রকাশ করতে পারে। এ খানে কোনো সেন্সর বোর্ড নেই। এই শহরের সবাই ভালো থাকুক। 

সবার মধ্যে একটা সু্ন্দর ও বন্ধুুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠুক এই কামনায় - এই শহরের একজন অধিবাসী। 

কলমে - মমতাজ খানম

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ