রুপা মানুষকে বই পড়াতে ভালোবাসেন। তিনি চেয়েছিলেন, প্রিয় লেখকের সব বই যেন দেশের সবাই পড়ে বা পড়ার সুযোগ পান। কিন্তু তিনি তখন সবাইকে বই পড়ানোর কোনো উপায় খোঁজে পান নি।
মানুষকে বই পড়ানোর উপায় রুপা খুঁজে পান জার্মানিতে বসবাসরত বাংলাদেশি যুবক মানো বিশ্বাসের ফেসবুক পোস্ট থেকে। জার্মানিতে রাস্তায়, বিভিন্ন স্টেশন, বনে জঙ্গলে বা নদীর ধারে বুক সেলফ বসানো থাকে। এসব সেলফ সবার জন্য উন্মুক্ত থাকে। কোনো তালা বা নিরাপত্তা কর্মী থাকে না। সেখান থেকে সবাই বই নিয়ে পড়ে আবার রেখে দেন। কেউ কেউ সেখানে বই ডোনেটও করেন। এই বিষয়টা রুপার ভালো লাগে এবং সবাইকে বই পড়ানোর যে ইচ্ছা রুপার ছিল তার উপায় খুঁজে পান।
তার উদ্যোগে সাড়া দেয় তার বন্ধুমহল। শুরুতে তিনি চলতি বছরের ১৬ নভেম্বর একটি বুককেস ধানমন্ডি ৭ নম্বর রোডের লেকের মসজিদের পেছনের রাস্তায় বসান। সেই বুককেসে স্থান পান রুপার প্রিয় লেখক মহিউদ্দিন মোহাম্মদের ৫টি বই। পরবর্তীকালে তার ফেসবুক বন্ধুদের সহযোগিতায় আরও ৯টি বুককেস এবং বই ধানমন্ডি লেকে বসান। প্রতি কেসে ৬-৭টি বই থাকে। এই বুককেসগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যে বৃষ্টি হলেও সমস্যা হবে না।
এভাবে মিনি পাঠাগার করার পেছনে রুপার আরেকটি বিষয় কাজ করে, তা হলো ধানমন্ডির পাঠকরা যেন হাতের নাগালে বই পান, তার সুযোগ করে দেওয়া। তিনি মনে করেন, এই জ্যামের শহরে সেখান থেকে পাবলিক লাইব্রেরি যাওয়া বেশ কষ্টসাধ্য। আর জ্যাম ঠেলে পাবলিক লাইব্রেরিতে যেতে যেতে পাঠকের বই পড়ার আগ্রহ কমে যায়। যদি হাতের কাছে কিছু পাওয়া যায় তাহলে আর মানুষকে কষ্ট করে সেখানে যেতে হবে না। তা থেকেই ধানমন্ডি লেকে আসে বুক কেস।
0 মন্তব্যসমূহ