সামিরা খাতুন পাশা
========================
'জান' শব্দে প্রাণ থাকে
প্রাণে প্রাণে বাঁধে জান;
মৃত্যুরে সরিয়া জাগিয়া উঠে
আপন করিতে কাঁদে প্রাণ।
বেদনার আরশিতে তব মুখখানি
কষ্টের উনুনে রাঁধে মান;
জীবন জুড়িয়া 'জান' এর পরশ
পুলকিত ব্যথার দান।
ভাঙ্গা বাঁশির ঘুনে পোকারা
বেসুরো সুরে সাধে গান;
গগণ কোণে মনের মাঝারে
মিশে থাকে দিনমান।
বিনি সুতা মালার অদম্য বাঁধনে
হৃদয়ে বাঁধে সুবহ সাম;
অস্ফুটে অনুরাগে নির্বাক কাঁদে
'আমার জান, আমার জান'।
0 মন্তব্যসমূহ