সর্বশেষ খবর

10/recent/ticker-posts

নারী উদ্যোক্তা মিথিলার সফলতার গল্প।।BDNews.in


বিডি নিউজ ডেস্কঃ উদ্যোক্তা শব্দটা শুনতে যতটা সহজ মনে হচ্ছে, ততটা সহজ নয়। একজন উদ্যোক্তা হওয়ার পিছনে অনেক গল্প থাকে আর একজন উদ্যোক্তা যদি নারী হয় তাহলে তার জন্য এটা আরও বেশি কষ্টকর। সংসার বাচ্চা-কাচ্চা সামলে তারপর ব্যবসায়কে সময় দেওয়া এটা চাট্টিখানি কথা নয়।

একজন সফল উদ্যোক্তা হওয়ার পেছনে আমার মনে হয় সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে পরিশ্রম আর ধৈর্য। পরিশ্রম আর ধৈর্য এই দুটো জিনিস যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনি কখনো আপনার লক্ষ্যে বেশি দূর এগোতে পারবেন না। প্রচুর পরিশ্রম করুন আর ধৈর্য ধরুন একদিন আপনি সফল হতে পারবেন ইনশাআল্লাহ।

মিথিলা বলেন, আসসালামু আলাইকুম, আমি মিথিলা। কাজ করছি মেয়েদের পোশাক নিয়ে। শুরুটা ছিলো যখন  আমি নবম শ্রেণিতে পড়ি আমি সেই সময় নিজের জন্য কিছু জামা তৈরী করি সবার নজর এ আসে সবাই অনেক পছন্দ করে সেই থেকে অনুপ্রেরণা পাই।

২০১১ সালে আমি বিবিএ শেষ করি। সেই সময় আমি আর আমার ছোট বোন সহ একটা পেজ খুলি সেই পেজের নাম দেই তিন কন্যা।

কিছু দিন না যেতেই জামার বিক্রি বাড়তে শুরু করে। সবাই অনেক পছন্দ করে। সাবাই আমার কাছে বারবার নিতে চায়। কোয়ালিটি অনেক সুন্দর পরেও অনেক আরাম দায়ক হওয়ায় সবাই অনেক পছন্দ করতে শুরু করে।

মিতি নেওয়াজ আপু আর আমি এক বিদ্যালয়ের ছাত্রী। উনার সহযোগিতায় অপরাজিতা গ্রপে সেল পোস্ট দেবার সুযোগ পাই। আমি ঐ গ্রপে সবার অনেক ভালবাসা পাই এবং ইচ্ছা মহিলা উন্নয়ন সংস্থা-রংপুর এর একজন রেজিস্টার সদস্য। সবাই আমার জন্য দোয়া করবেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ