সর্বশেষ খবর

10/recent/ticker-posts

আসলে জোড় করেতো আর সংসার হয় না, একতরফা ভালোবাসাও হয় না।।BDNews.in


বিডি নিউজ ডেস্কঃ বিপদ যেমন হোক অস্থির পরিবেশ যত ভয়ানক হোক নিজকে সামাল দিতে হবে আর এজন্য মেডিটেশন শিথিলায়ন খুব জরুরী। সাংসারিক হতাশা পারিবারিক কলহ খুব কঠিন। সবসময় মেনে নেয়া যায়না তবে মেনে নিতে হবে এটাই জগত।

আসলে জোড় করেতো সংসার হয়না। একতরফা ভালোবাসা ও হয়না। আমার দৃষ্টিতে ভালোবাসা অধিকার এসব কিছুই না। জোড় করে এসব আবেগ নিয়ে স্থায়ী হবার কোনো মানে নেই। মানুষ আবেগী হয় নিজ প্রয়োজনে। 

সুন্দরী বউ ও অনেক সময় আপনাকে বুঝবেনা আসলে আপনি কি চান। তেমনি নারীর বেলায়ও, নারীকে তো বোঝার আরোও কেউ নেই। তাকে শুধু মানিয়ে নিতেই হবে। কারণ সে নারী। 

আর পুরুষ সে মনে করে আমি পুরুষ নারী কেন এমন হবে। আমার সব চাওয়া নারীর মেনে নিতে হবে। আসলে এভাবে জীবন নয়। একজন স্ত্রী কখনো প্রেমিকা হয়না তেমনি স্বামী কখনো প্রেমিক হয়না এটা মাথায় রেখে পথ চলতে হয়।

দড়ি কখনো ছেড়ে দিতে হয় নিজের বেঁচে থাকার জন্য। কারো জন্য মরতে হবে কেন। এজন্য নিজস্ব স্বাধীনতার প্রয়োজন।

মনে রাখা জরুরী নারীকেও তার ইচ্ছার বিরুদ্ধতা করে বেঁধে রাখা যায় না। তার মত তাকে চলতে দিতে হবে। তেমনি পুরুষ ও তাই তার মত করেই সে চলতে চায়।

তোমার কি সমস্যা  তুমি তো সব পাচ্ছ, আমি কোথায় কি করি তোমার দরকার নেই। কিন্তু একজন নারী, তার আবদার সমাজে কেউ মেনে নেয় না সে কাকে বলবে ?

সমাজের একজন নারীও নারীর কথা বুঝতে চায়না তারাও পুরুষকে সাপোর্ট করে। আর এটাই সমাজ পরিবার, ধর্মের অবস্থান। কোথাও শান্তি নেই। আর তাই মৃত্যু সমাধান নয়। নিজেকে ব্যালেন্স করেই চলতে হবে। 

কেউ বুঝবে না। জীবন আপনার। আজ মারা গেলে কাল কেউ মনে রাখবে না। 


কলমে - সিরাজুম মুনিরা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ