সারজিস আলম বলেন, আওয়ামী লীগ ওই সময়ে পতন ঠেকানোর জন্য যেকোন কিছু অফার করতে রেডি ছিল।আপনি টাকার যে অঙ্ক বসাতেন ওরা সেটি আপনাকে দিত।যেকোন কিছু দিতে প্রস্তুত ছিল আওয়ামী লীগ।
অসংখ্য প্রস্তাবের কথা উল্লেখ করে সারজিস বলেন,যখন এক দফা ঘোষণা করা হবে তার আগে সারজিসের পরিবারের কাছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি থেকে জাহাঙ্গীর কবির নানক থেকে শুরু করে ওবায়দুল কাদের তাঁরা সবািই একসাথে বসে, সেখান থেকে সারজিসের বাবাকে ফোন করেন। শুধুমাত্র শেখ হাসিনা বাদে আওয়ামী লীগের বাকি সব নেতার ফোন করে বলেন, সারজিস যেভাবে চায় সেভাবে হবে। টাকা কোন ইস্যু না, ক্ষমতা কোন ইস্যু না,আসন কোন বিষয় না দেশের বাহিরে যা চায়,সব দেওয়া হবে শুধু সারজিসের যারা কাছের তাঁদের নিয়ে গণভবনে যেতে হবে।
0 মন্তব্যসমূহ