রেশমা মারুফ
================================
কলস জবার মতো ফুটেছ ফুল
মম হৃদয়ের নীশি কাননে,
মায়াবিনী মেঘ আসমান জুড়ে
বৃষ্টির উচ্ছাস উদাস নয়নে।
শিশির ভেজা শ্যামল মায়ায়
হলুদ গাঁদা সুবাস বিলায়,
তব আঙ্গিনার সুখেরা ছুটছে
নয়ন পাখির উড়ন্ত ডানায়।
প্রাভাত প্রার্থনায় হৈমন্তী ঝড়ে
সূর্য হাসে পিয়াজ ফুলে,
জ্যোৎস্না মাখা শীতল গগণে
গোধূলি রঙের খেলা চলে।
0 মন্তব্যসমূহ