রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে রবিবার (১ ডিসেম্বর) জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ অর্পণ ও ফাতিহা পাঠ শেষে এসব কথা বলেন জাহিদ হোসেন।
তিনি বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্র উদ্ধারে নেতৃত্ব দেওয়া নেতার নাম তারেক রহমান। একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে খালাস পাওয়ার পর তার দেশে ফেরার পথ আরও সুগম হয়েছে। আমরা সবসময় বলতাম, আমাদের দলের সবাই বলতো বেগম খালেদা জিয়ার নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আজ প্রমাণিত, ওনার নামে যে সমস্ত মামলা দেওয়া হয়েছে, সেগুলো মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক ছিল দেখে সেগুলো থেকে খালাস পেয়েছেন।’
জাহিদ হোসেন বলেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নামে যেসমস্ত মামলা আদালতে যাচ্ছে, সেগুলো থেকে তিনি খালাস পাচ্ছেন, খারিজ হয়ে যাচ্ছে। এখনো বেশ কয়েকটা বাকি আছে। আমরা আশাবাদী, যেকোনো সময় তিনি বাংলাদেশে ফেরত আসবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সসম্মানের সঙ্গে বাংলাদেশে ফেরত আসবেন।
0 মন্তব্যসমূহ