সর্বশেষ খবর

10/recent/ticker-posts

স্বাধীনতার অনুভব - রেশমা মারুফ।।BDNews.in


স্বাধীনতার অনুভব 

রেশমা মারুফ

=========================

নয়ন পাখি উড়ে নিঝুম দুপুরে

সোনা ফলা মম মেঠোপথের গাঁয়ে।

দীর্ঘশ্বাস ফেলি তপ্ত মরু তটে,

লাল সবুজ পতাকা হৃদয়ে লালন করে।


শিশির ভেজা শুভ্র কুহেলির প্রভাতে

হৃদয় নাচে স্বপ্ন স্বাধীনতার দোলে, 

পাশান বেদীর শিকল ছিড়ে

বাংলাদেশর নিশান উড়াই মরুর আকাশে। 


হরিৎ পত্রের ফরিং উড়ে শিং উঁচিয়ে

শ্রাবণের কদম ফুটে স্বাধীন দেশে, 

স্বাধীনতার সুখ নীয়ে মরুময় বদনে

মোহনার জল কলকল মেঘলা নয়নে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ