সর্বশেষ খবর

10/recent/ticker-posts

ধূসর বর্ণমালা - সামিরা খাতুন পাশা।।BDNews.in


ধূসর বর্ণমালা

সামিরা খাতুন পাশা 

=========================


অনেকই হল অপ্রকাশ প্রকাশিত

প্রকাশ হল কত অপ্রকাশনা,

বর্ণচোরা রূপ ঢাকিয়া

গাঁথে ধুসর বর্ণমালা।


ক্ষণে ক্ষণে মেঘের কাঁপন

ছাঁয়ায় ঢাকে চাঁদের মুখ,

বেদন হয়ে ঝরে পড়ে

ভাসায় বসুমতির বুক।


দিনে দিনে বেলা ফুরায়

নিশিথ গোণে জোনাকি,

ঝিঁঝিঁ ডাকা মাঝ নিশিথে।

কাব্য কথা অনেকই।


মেঘে মেঘে অমানিশা

খেলছে কানামাছি,

ও কূলেতে ডুবলে তরী

এ কূলেতে আছি।


তীর হারিয়ে, কূল হারিয়ে

হারিয়ে ঘাটের মাঝি,

মাঝ দরিয়ায় ঘূর্ণিপাকে

জীবন ধরায় বাজি।


রঙে রঙে মন রাঙিয়ে

মেকি রঙের আঁচড়, 

নিখাদ মনের সমাধি জুড়ে

একাকীত্বের বাসর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ