সামিরা খাতুন পাশা
==================================
কি সম্বোধনে ডাকিব তোমায়
রাখিব কোন মায়ায়?
অহর্নিশ যতনে যতনে রাখি
হৃদয়ের নীল ছায়ায়।
শতেক আশারা মঞ্জরি সাজিয়া
মনপাড়াতে দেয় ছুট।
হতাশার চাদরে মেঘের কালোয়
দুচোখের আলো হয় লুট।
বিজলির আলোয় কাঁপন তোলে
ভিরু ভিরু অবোধ্য মনে,
আগল ভাঙিয়া বুকের কিনার
ভরে ঝরা বরিষণে।
সমাহিত স্বপন আনমনে আঁকে
সুপ্ত বাসনা ক্যানভাসে,
তিমির রাত্রি জাগরণে মাতে
মিথ্যে প্রাপ্তির পরিহাসে।
বাঁধিব কোন মালার ডোরে
বাহুর ডোরে ছাড়ি?
নীলাদ্রির ঐ নীল ছাপিয়ে
মেঘ মেদুর দিয়ে পাড়ি।
কোন বাঁধনে বাঁধিব তোমায়
কি সম্বোধনে যে ডাকি!
'জান'এ'জান'এ বাঁধিয়া হৃদয়
অশ্রুতে ভরি আঁখি।
0 মন্তব্যসমূহ