মারুফ রফি উদ্দিন
================================
যামিনীর তপ্ত রাহে গল্প বলা মোহে
দিশাহীন কোন পথে দিগন্তের বাটে,
সপ্তর্ষি পথে উজ্জ্বল তারা ভরা রাহে
কিম্বা শুভ সাদিকের শান্ত পথে হেটে,
অজানা ভীতিতে কাঁপা জীবনের পল
তপ্ত দুরন্ত ঢেউয়ে সওয়ার সাঁজে,
বাঁধভাঙ্গা নীর ঠেলে জোয়ারের ঢল
ঠাঁই নেয় ঈশানীর আঁচলের ভাঁজে।
ভাঙা গড়া পরিসরে স্বপ্নের সমাধি
হয়তো কখনো ইহা ডুবে যায় জলে,
নিয়তির কষাঘাতে নির্ঝর পরিধি
আবার কখনো উহা ভেসে আসে কোলে।
সংগ্রাম অবিরাম বাঁচিবার তরে
বন্ধুর পথের দিশা যায় ভেঙে চিড়ে।
0 মন্তব্যসমূহ