প্রিয় মা,
শুভ জন্মদিন, আল্লাহ রাব্বুল আলামীন তোমাকে নেক হায়াত ও সুস্থতা দান করুন, আমীন। তুমি শৈশবের গন্ডী পেরিয়ে কৈশোরে পদার্পণ করছো, তোমাকে সাধুবাদ জানাই। আমার মনে হয় কিছু কথা তোমাকে বলার এখনই সঠিক সময়।
মা এখন তোমার জীবনে নানা রকম পরিবর্তন আসবে নিজেকে রঙিন প্রজাপতি মনে হবে তবে মনে রাখবা পৃথিবীটা ফুলে সাজানো রঙিন বাগান নয়। তাই নিজেকে দৃঢ় ও মানসিক শক্তি সম্পন্ন করে তোলা তোমার নিজেরই দায়িত্ব।
জীবনে চলার পথে একটা বিষয় সব সময় মাথায় রাখবা সেটা হল তুমি নিজেই নিজের প্রিয় ব্যক্তি হবা সবসময় মনে রাখবা যে ব্যক্তি নিজেকে ভালবাসতে পারে সে সবাইকে ভালো রাখতে পারে ,সবাইকে ভালোবাসতে পারে। আর যে ব্যক্তি অন্যকে ভালো রাখার জন্য নিজের সকল ভালো রাখা কে বিসর্জন করে সে সারা জীবন শুধু আফসোসটাই করে।
তাই আমি চাই তুমি তোমার ভালবাসার তালিকায় তোমার নিজের নামটাকে সবার উর্ধ্বে রেখো। তুমি যদি নিজেকে ভালো রাখো বাবা-মা হিসেবে আমরা ভালো থাকবো ,তোমার সাথে সম্পৃক্ত সকল সম্পর্ক ভালো থাকবে। দ্বিতীয় কথা যেখানে আত্মসম্মান নেই যেখানে মিথ্যাচার ,সব সময় সেখান থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবা সেটা হোক না রক্তের সম্পর্ক ।
কখনো মিথ্যার কাছে মাথানত করবা না। মনে রাখবা জীবনটা তোমার বেঁচে থাকাটা যেমন তোমার মৃত্যুটাও তোমার, তোমার জীবনকে সহজ করার দায়িত্বটাও তোমার । তুমি যদি জীবনটাকে পরিকল্পিতভাবে সাজাও তবে দেখবা জীবন খুবই সহজ হয়ে যাবে তবে অবশ্যই তোমার আবেগকে নিয়ন্ত্রণে রাখার চর্চা করতে হবে মনে রাখবা যে ব্যক্তির আবেগ বেশি, সে ব্যক্তি লাঞ্ছিত হয় বেশি ,কষ্ট পায় বেশি ,প্রতারিত হয় বেশি ,অন্যের দ্বারা ব্যবহৃত হয় বেশি।
মা, তুমি খুবই ভাগ্যবান একটি মেয়ে কারণ তুমি পৃথিবীর শ্রেষ্ঠ বাবাকে তোমার বাবা হিসেবে পেয়েছো। এ কথাটা তোমাকে আমি অনেকবার বলি আর আমি যতদিন বেঁচে থাকব এ কথাটা তোমাকে স্মরণ করাবো তুমি তো জানো আমাদের বিয়ের অনেক বছর পরে অনেক চিকিৎসার পর তোমার জন্ম অনেকেই চেয়েছিল যে আমাদের একটা ছেলে হোক তবে তোমার বাবা সব সময় চেয়েছিল তার একটা মা হোক যে তাকে সন্তানের মত করে শাসন করবে তাকে নতুন করে পৃথিবী চেনাবে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেছেন।
তুমি লক্ষ্য করেছ কিনা তোমার বাবা তোমার যে কোন বিষয় খুব কষ্ট পায় হয়তো তার বহিঃপ্রকাশ ভঙ্গিটা সবার চেয়ে আলাদা তবে আমি সহধর্মিনী হিসাবে সবই বুঝতে পারি হয়তো তুমিও একদিন বোঝার মত সক্ষম হবে।
জীবনে কখনো এমন কিছু করবা না যেটা তোমার বাবার মনে কষ্ট দেয় তোমার বাবা সারা জীবন সততার সাথে আপোষ করেনি নিজের কোন দায়িত্বে অবহেলা করেনি। হোক সেটা পারিবারিক অথবা সামাজিক, আমি চাই তুমি ঠিক তোমার বাবার মত দায়িত্ব জ্ঞান সম্পন্ন মানবিক ব্যক্তিত্ব নিয়ে নিজেকে গড়ে তোল, মায়ের দোয়া ও ভালোবাসা সব সময় তোমার সাথে আছে ও থাকবে।
ইতি
তোমার মা
0 মন্তব্যসমূহ