সর্বশেষ খবর

10/recent/ticker-posts

আসলে মানুষ মরে না - উম্মে সালমা।।BDNews.in


আসলে মানুষ মরে না, মৃত্যু ঘটে মানুষের ছোট ছোট ইচ্ছে গুলোর। মৃত্যু ঘটে ছোট, ছোট যত্নগুলোর, প্রশ্রয়গুলোর, আসলে মানুষের বেঁচে থাকা নির্ভর করে আবেগ, যত্ন, প্রশ্রয়, ইচ্ছে গুলোর উপর।

যখন একটু, একটু করে জীবন থেকে এগুলো হারিয়ে যায় দৈহিক অর্থে মৃত্যু হয় না তবে মানসিক ভাবে তার মৃত্যু ঘটে। আসলে দেহের ক্ষতে মলম লাগানো যায় মনের ক্ষতের কি উপায়। মনটা এক বার মরে গেলে দেহটাও বোঝা মনে হয়।

প্রতিদিন কতো মনের মৃত্যু ঘটে সেই খবর কেউ পায় না, যার বালিশের পাশে মাথা রেখে ঘুমাও সে কি জানে তোমার মৃত্যুর খবর? কি করে জানবে দেহের মৃত্যুর খবর তো ঘোষণা করা হয় আর মনের মৃত্যু বড়ই নিরবে ঘটে। আসলেই মানুষ মরে না মৃত্যু ঘটে হারিয়ে যাওয়া স্মৃতিগুলোর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ