রেশমা মারুফ
==============================
মায়াবী রঙের প্রকৃতি সেজেছে
বর্ষপঞ্জীর আগমনীর উল্লাসে।
হাজারো মানুষের হৃদয় জুড়ে
বৃষ্টির উচ্ছাসের মতো
সাতরঙা হৃদয়ের মিষ্টি দোলে
সভ্যতার নয়নের বিলাসে।
গাঙচিল উড়ে নতুনের প্রভাতে
পুরনো দিনের স্মৃতি গুলো হৃদয়ে নিয়ে
কুহেলির মায়ায় পদ্ম পাতার বিন্যাসে।
শিশিরে শিশিরে সূর্যের হাসিমুখ
নতুনের উল্লাসে ভিজে বেদুঈন সুখ
মেঠোপথের বাঁকে ধন্য মনের পুস্পকুঞ্জে।
সর্ষে সবুজের ঝঞ্জাবায়ুর গতিপথ
বিদ্ধস্ত করে যাক দূষণ প্রকৃতি,
সভ্যতার ইতিহাস নিয়ে এগিয়ে চলি
ছোট্ট পায়ে নিয়মনীতির নিমন্ত্রনে,
বরণ করে নিতে হবে নতুন বছরের
আগমনী গানের সাথে সুরের লহমা
একরাশ ফুলেল শুভেচ্ছায় রাঙিয়ে।
0 মন্তব্যসমূহ