সর্বশেষ খবর

10/recent/ticker-posts

তোমার চলে যাওয়া বিশ্বাস হয়নি বাবা - কবির হোসাইন।।BDNews.in


তোমার চলে যাওয়া বিশ্বাস হয়নি বাবা

কবির হোসাইন

=====================================================


বিশ্বাস হয়নি, বাবা চলে গেছো

কিছুতেই মন মানতেছে না বাবা।

চোখের সামনে বারবার ভেসে ওঠে—

সাদা জোব্বা, মাথায় সাদা রুমাল আর টুপি,

মসজিদের পথে তোমার শান্ত পদচারণা।


এক মুহূর্তের জন্যও

তোমাকে হারাতে দিচ্ছে না স্মৃতির ছবি,

তোমার হাতের মায়া,

তোমার মুখের প্রশান্তির হাসি।


বাবা, আমি এখনো শুনি তোমার ডাক,

শুনতে পাই নামাজের আহ্বান

তোমার কণ্ঠে।

বারবার মনে হয়,

তুমি মসজিদের মিম্বারে দাঁড়িয়ে

খুতবা শেষে দুই হাত তুলে

আমাদের জন্য দোয়া করছো।


বিশ্বাস হয় না, বাবা,

তুমি চলে গেছো।

মনে হয়, তুমি নামাজ শেষে

হেঁটে আসবে মসজিদ থেকে

তোমার শান্ত হাসি নিয়ে,

আমার মাথায় হাত রেখে বলবে—

"কেমন আছিস, বাবা ?

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ