উম্মে সালমা
======================
নীড় ভাঙ্গা পাখি আর ঘরভোলা মানুষ
আসলে কখনই ফিরে না।
খর-কুটোর শৈল্পিক সৃষ্টির নীড়
যেমন মায়ায় ঘেরা, ইট - পাথরের দেয়াল ঘেরা ঘরটাও
তেমনি ভালোবাসায় গড়া।
আসলে মায়া উঠে গেলে,
ভালোবাসা উবে গেলে আর ফেরা হয় না।
হয়তো শরীরটা ফিরে,
তবে সত্তা পড়ে থাকে সেই ভাঙ্গা নীরে।
মনটা মরে গেলে শরীরটাও বোঝা মনে হয়,
তখন ডানা ঝাপটিয়ে রৌদ্রের গন্ধ মুছে ফেলতে ইচ্ছে করে।
অকারণ উত্তাপ আর ভণিতার ভালোবাসা অসহ্য মনে হয়।
নীড় ভাঙ্গা পাখি আর ঘোরভোলা মানুষের চাওয়া-পাওয়া গুলো ফুরিয়ে যায়,
ফেরার আগ্রহ টাও হারিয়ে যায়।
আসলে নীড় ভাঙা পাখি আর
ঘরভোলা মানুষের কখনই ফেরা হয় না।
0 মন্তব্যসমূহ