সর্বশেষ খবর

10/recent/ticker-posts

এসো হে পঁচিশ - সিরাজাম মুনিরা।।BDNews.in


এসো হে পঁচিশ

সিরাজাম মুনিরা

============================


এসো হে পঁচিশ

তুমি এসো বসন্তের দক্ষিনা বাতাস হয়ে যার সমীরন পাগল করবে হৃদয় থেকে হৃদয়ে৷


পঁচিশ

তুমি এসো স্নিগ্ধমাখা পুষ্পফোটা সদ্য সুভাষ নিয়ে যা হারিয়ে দিবে সকল রুক্ষতা ও শুষ্কতাকে৷


পঁচিশ

তুমি এসো পূবের হাওয়া হয়ে যা দোলা দিবে সর্বক্ষনে৷


পঁচিশ

তুমি এসো নব জাগরণ হয়ে যা সূচনা করবে ভাতৃত্ব, ভালোবাসা ,সহমর্মিতা ,সহযোগিতার ৷ভূলিয়ে দিবে সব বিভেদ ,সূচনা করবে বিশ্বজয়ের৷


পঁচিশ

তুমি এসো ছেলেহারা মায়ের চোখের অশ্রু মুছাতে সোনার ছেলে হয়ে উঠার দীপ্ত শপথ নিয়ে৷


পঁচিশ

তুমি এসো বঞ্চিতের অধিকার ফিরিয়ে দেবার হাতিয়ার, ও নিপীড়িতের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হয়ে৷


পঁচিশ

তুমি এসো শুধু স্বাধীনতা অর্জন নয়, স্বাধীনতা রক্ষার সংগ্রামে সংগ্রামী বীর হয়ে ঔঠার প্রতীক হয়ে৷


পঁচিশ

তুমি এসো বাংলার প্রতিটি ঘরে ঘরে ইসলামের সুমহান বাণীকে বিলিয়ে দেবার দৃঢ় পয়গাম নিয়ে৷


পঁচিশ

তুমি এসো কুরআনের রাজ মাথায় নিয়ে ঘোর অমানিশার আধারকে মাড়িয়ে প্রভাতের নব সূর্যোদয় হয়ে৷


পঁচিশ

তুমি এসো ধরাধামে শান্তি ,,নিরাপত্তা ,ও মুক্তির শীতল পরশ নিয়ে৷


পঁচিশ

তুমি এসো দীর্ঘ এক যুগেরও অধিক সময় ধরে চেপে ধরে আটকে রাখা রুদ্ধ  কণ্ঠ নয়৷বজ্রকন্ঠের আওয়াজ হয়ে৷


আর কান্না নয়,বেদনা নয়,ভয় নয়,সংকোচ নয়,শুধু শান্তি ,শান্তি আর শান্তি৷

শান্তি হয়ে এসো হে পঁচিশ৷

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ