সর্বশেষ খবর

10/recent/ticker-posts

কুমারখালীতে জাতীয় সমাজসেবা দিবস পালিত।।BDNews.in


গোলাম সরোয়ার, কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধিঃ নেই পাসে কেউ যার, সমাজসেবা আছে তার এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

২ জানুয়ারী সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা সমাজসেবা কার্যালয়ের সামনে থেকে র‍্যালি শুরু হয়ে উপজেলা গেটে এসে মানব বন্ধন  অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম। 

এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহামুদুর হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমারখালীর আহবায়ক আব্দুর রহমান সহ উপজেলার বিভিন্ন প্রতিবন্ধী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম  বলেন, দুস্থ অসহায়, হতদরিদ্র, সুবিধা বঞ্চিত শিশু, অনাথ প্রতিবন্ধী, কিশোর কিশোরী,স্বামী নিগৃহা নারী, সহায় সম্বলহীন মানুষের কল্যাণ ও উন্নয়নে লক্ষে  জনহিতকর কার্যক্রম বাস্তবায়নের জন্য সমাজ সেবা অফিস কাজ করে যাচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ