সিরাজাম মুনিরা
===========================
শীতের বুড়ি কাথা মুড়িয়ে
চলেএলো ফের,
তাইনা দেখে গরম মামা
পালিয়ে গেলো ঢের৷
সূর্যি মামার ভাব হয়েছে
দেয়না দেখা তেমন,
মাঝে মাঝে সামনে আসে
চন্দ্র মামা যেমন৷
মামা তুমি ভাব নিয়োনা
মোদের আছে কম্বল,
তোমার বিরহে এটাই মোদের
আগলে রাখা সম্বল৷
করবো অনেক ক্ষীরসা পায়েশ
আর সে স্বাধের পুলি,
অনেক মজা করবো মোরা
তোমায় যাবো ভুলি৷
কুয়াশাটাও জ্বালায় অনেক
ভাব বেড়েছে তার,
অন্ধকার আর শীত নামিয়ে
ঢাকে চতুর্ধার৷
সময় আছে বলছি তোমায়
এখনো আসো নিত্য,
শীতের বুড়িকে দাও তাড়িয়ে
ফিরাও আগের চিত্ত৷
0 মন্তব্যসমূহ