সৈয়দা রাশিদা বারী
======================
খেয়ে পড়ে মানুষের বাঁচতে হয়, আবার মিলে মিশে চলতে হয়,
সরকারের বিপক্ষতাও দেশদ্রোহী।
সেই ব্রিটিশ থেকেই চালু রয়েছে।
একটা গান আছেনা, যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের কি দোষ ?
অতএব দেশের সরকার যেমন চাই
লেখক তেমনই সার্ভিস দেয়
এটা লেখকের কলমের দায়।
এছাড়া সমস্ত অফিস আদালত
পত্র পত্রিকাও তো সেভাবেই চলে।
তাই লেখকের দোষ নাই।।
পালা বদলে হোক স্বৈরাচারীর পতন
মানুষ পাক সুষ্ঠ পথের সন্ধান
পথভ্রষ্ট হোক দুষ্ট স্বৈরাশাসন।
এ জনজীবনে ফিরুক সু বাতাস
নিঃশ্বাস নিতে পারুক প্রাণ খুলে।
সব সাংবাদিক মন্দ নয়।।
গজব পড়ুক দুঃশাসক দুঃশাসনের
মানুষ বাচুক মানুষের মতন
হৃদয় আত্মাই হোক স্বাধীন
নিশ্চিত নিশ্চিহ্ন হোক বৈষম্যের
মানুষ দেশেই থাকুক হৃদয় মেলে
সব মানুষতো মন্দ নয়।।
'রাজার দোষে রাজ্যনষ্ট প্রজা কষ্ট পায়'
এটি ব্রিটিস প্রিয়ডের বাক্য
তখন ছিলো মানুষে মানুষে ঐক্য।
পুরুষ সমাজে নারী পরাধীন,
সরকারের কাছে সবাই পরাধীন।
মানুষ পুতুল, নির্দোষী তাই।
0 মন্তব্যসমূহ