রাকিব হাসান
===========================
শীতের সকালে, কুয়াশায় ঢাকা,
চুলায় আগুন, তবুও ঠান্ডা লাগা।
শরীর যেন সুনসান জমে যায়,
গোসলের সময় আর মন চাই না।
পানি ঠান্ডা, যেন বরফ হয়ে যায়,
মাথার ওপর ঝরছে এক তীব্র কষ্ট।
ক্লান্ত মন, শীতে ঝরঝর করে,
বাইরে ঠান্ডা, ভিতরে এক দহন!
হাত পা কাঁপে, শরীর শীতে হিম,
গরম পানির আশা, তবে কোথায়?
শীতের সকালে, এক অসম্ভব যুদ্ধ,
গোসল করে শরীর যেন ভেঙে পড়ে।
তবুও গোসল করি, নিয়মের তাগিদে,
মুখে হাসি, তবে হৃদয় কাঁপে।
অবশেষে গরম কাপড়ে জড়িয়ে,
শীতের কষ্ট যেন কিছুটা থামে।
আবারো মনে হয়, শান্তি ফিরে আসে,
গোসলের পর, শীতের ঠান্ডা কিছুটা কমে।
তবে জানি, শীত এলে ফিরে,
গোসলের কষ্ট, আবার আসবে একদিন!
0 মন্তব্যসমূহ