রেশমা মারুফ
================================
ঝিনুক ফুটা তীরে হাটতে ইচ্ছে করে
তোমার হাতটি ধরে গোধূলির বালুকা বেলায়,
নুয়ে পড়া সূর্য্য রশ্মির মৃদু আলোতে
ইচ্ছে করে মিশে যাই সাগরের ঢেউয়ের দোলায়।
আকাশ থেকে ফেলবে ছাঁয়া
মেঘেদের ভেসে যাওয়া আলিঙ্গনে,
শুনবো সেথা সাগরের তীরে দাঁড়িয়ে
দখিনা বাতাস যায় কি বলে।
অচেনা কোনে গাংচিল উড়ে
দূর দিগন্তের নীল অজানায়,
বলবে কথা শুনবো আমি নিরব হয়ে
চোখটি ছুঁয়ে পাখির ডানায়।
ইচ্ছে করে সাগরের ঢেউ হয়ে
ভেবে বেড়াই ষোড়শী মম হৃদয়ে
হঠাৎ যেনো স্বপ্নের স্বাধীনতা পালায়
উদাসী বাতাসের বিরহে।
0 মন্তব্যসমূহ