সিরাজুম মনিরা
============================
উঠলো জোয়ার ভাংলো তালা
মধুর সুরে গান শুনিবার,
আসলো এবার সেই যে পালা৷
গাইবে কোকিল শুনবো সদা
মিষ্টি সুরের গান,
দিকবিদিকে করবে মুখর
ভরবে মন ও প্রান৷
গান যেন নয় ঝঙ্কার
দূর করে সব,
ভয়ভীতি আর সঙ্কার৷
সেই গানেরই সুর ও তালে
জাগছে তরুন দলে দলে,
ভ্রান্তি হতে আসছে তারা
ইসলামেরই ছায়াতলে৷
ভালোবাসার শীতল ছোয়ায়
সকল প্রাণেই রইছে জারি,
তিনি তো আর কেহ নন
প্রাণপ্রিয় শায়খুল আজহারি৷
0 মন্তব্যসমূহ