দিনটি উপলক্ষে রবিবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় কুমারখালী পৌর বাসষ্ট্যান্ড খন্দকার মার্কেটের নিচ তলায় অবস্থিত প্রেসক্লাব কার্যালয়ে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তারা সাংবাদিকদের প্রতি সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান। অতিথিদের নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেককাটা হয়।
উপজেলা প্রেস ক্লাব কুমারখালীর সভাপতি ফরহাদ আমির টিপু'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম সরোয়ারের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে কুমারখালী ফ্যামিলি কেয়ার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টাররের পরিচালক সুজয় চাকী, কুমারখালী বিশ্বাস চক্ষু হাসপাতালের পরিচালক সুরুজ বিশ্বাসসহ উপজেলা প্রেস ক্লাব কুমারখালী'র সহ সভাপতি খাদেমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এম এ শাহীন, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক সোহেল রানা, আইন বিষয়ক সম্পাদক মোঃ বখতিয়ার হোসেন, সদস্য শুভ ঘোষ ও সদস্য ডাঃ মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
0 মন্তব্যসমূহ